পীরগঞ্জ, রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার মোঃ আবুল কালাম, পিতা- মৃতঃ নুরুল আমিন এর নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হওয়া সত্তাবত্তে বসতবাড়ীসহ ভোগদখলীয় জমির উপর কতিপয় দূষ্কৃতিকারী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ নিজেদের দাবী করে জোরপূর্বক দখল করার পায়তারা এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করে থাকে।
অভিযোগ সূত্রে জানা গেছে-বাদী মোঃ আবুল কালাম,পিতা-মৃতঃনুরুল আমিনে‘র নিম্ন তফশীল র্বণিত জেলাঃ রংপুর,থানাঃ পীরগঞ্জ,মৌজাঃ বড় ফলিয়া, জেএল নং-৪৩,দাগ নং-৭৯৫,নতুন দাগ নং-৩০০,জমির পরিমান মোট ২৩ শতাংশ এর মধ্যে হইতে ১১.৫ শতাংশ জমি বিবাদি মোঃ মুশফিকুর রহমান(২২),পিতা-মোঃ সেকেন্দার আলি,মোঃ মিলন মিয়া(২১),পিতা-মোঃআইয়ুব আলী, মোঃ আইয়ুব আলি(৬৫),পিতা- মৃতঃ হিসাব উদ্দিন, মোঃ সেকেন্দার আলী(৫৫),মোঃ গোলজার হোসেন(৬০),উভয় পিতা-মৃতঃ আহম্মদ আলীগণ অবধৈ ভাবে নিজেদের দাবী করিয়া জোরপূর্বক ভাবে দখল চেষ্টা এবং প্রায়ই বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে থাকে।
বিবাদি সূত্রে জানা যায়-গত ০৭/১২/২০২০ইং সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় আবুল কালাম বাড়ীতে না থাকায় উল্লেখিত বিবাদীগণ পূর্বের ন্যায় পরিকল্পিত ভাবে লাঠি সোঠা নিয়ে তফশীল বর্ণিত বসতবাড়ীতে প্রবেশ করিয়া জোরপূর্বক ভাবে টিনের বেড়া ভাংচুর করে থাকে ঘটনাস্থলে কালামের মা মোছাঃশাহানারা বেগম(৫২) ভাংচুর রক্ষায় বাধা প্রদান করলে উল্লেখিত বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া তাকে(কালামের মা)কেঅকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণানাশের হুমকি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে-বিবাদীগণ উক্ত বাদীর ভোগদখলীয় বসতবাড়ীসহ জমির শান্তিপূর্ণ বসবাসে বিঘœতা সৃষ্টি করছে।এলাকাবাসী মোঃ শহিদুল ইসলাম বলেন-জমি বিষয়কে কেন্দ্র করে উল্লেখিত ঘটনা চলমান থাকলে বিবাদি পক্ষ কর্তৃক দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
উল্লখ্যে যে,বাদি পক্ষ আইনরে প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় বাদী পক্ষ কে আক্রমণ ও হুমকী থেকে রক্ষা ও ভোগদখলীয় বসতিজমি সংক্রান্ত বিবাদ থেকে মুক্তি পেতে আইনরে আশ্রয় নেন।বাদী পক্ষ ঘটনার বর্ণনা ও জমি মালিকানা সংক্রান্ত সঠিক তদন্তপূর্বক বিভেদ নিষ্পত্তি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।